শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: প্রবাসী মানে দেশীয় কৃষ্টি সংস্কৃতি কিংবা খেলাধুলাকে আত্মসমর্পণ করা নয় বরং প্রবাসীরাও তাদের বিনোদনকে বেছে নেন বিভিন্ন উপায়ে। খেলাধুলা মন জগত ও শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে বলেই এখানে শ্রমজীবীদের একটা অংশ কাজের ফাঁকে বের করে নেন কিভাবে খেলাধুলার সুযোগটি গ্রহণ করা যায় তা জেনেই এখানে বিভিন্ন জেলার নামে গড়ে উঠছে বিভিন্ন টিম বা দল।
তারই ধারাবাহিকতায় খুলনা টাইটানস ক্রিকেট ক্লাব কুয়েত উদ্ভোধন উপলক্ষে এক পরিচিতি ও জার্সি বিতরন অনুষ্ঠানের আয়োজন করে । ১৯ অক্টোবর শুক্রবার কুয়েত সিটির হীরা রঞ্জন হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের অধিনায়ক রায়হান হোসেন।
সহকারী অধিনায়ক হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও খুলনা টাইটানস ক্রিকেট ক্লাব কুয়েত এর পরিচালক মো: মনিরুল ইসলাম মারুফ । বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ, উপদেষ্টা হুমায়ন কবির, জাহিদুল ইসলাম, লোকমান হাওলাদার, সৈয়দ শাহীন জাহিদ, সাংবাদিক আ হ জুবেদ, হাফিজুর রহমান প্রমুখ ।
এ ক্লাবের সাথে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়ে ও খেলার মান জেলার ঐতিহ্যকে ধরে রেখে প্রবাসে দেশের সুনাম তুলে ধরতে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ক্রীয়ামোদী আকরাম হোসেন বাবুল, সাংবাদিক জালাল উদ্দিন, শেখ এহছানুল হক খোকন, শরিফ মো: মিজানুর রহমান, আল আমিন রানা সহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সকল খেলোয়ারদের ক্যাপ ও জার্সি তুলে দিয়ে প্রধান অতিথি মারুফ তার বক্তব্যে বলেন, স্পোটর্স মানে সুস্থ দেহ সুস্থ মন, ক্লাবকে সকল প্রকার সহযোগিতা ও খেলোয়ারদের সকল সুবিধার দিকে তার দৃষ্টি থাকবে আন্তরিকতার, তবে এ ক্লাবকে সামনে এগিয়ে নিতে খেলার মাঠে মননশীল,সততা ও সংযমী হতে হবে, যেনো এ ক্লাবের দ্বারা খুলনা বাসী তথা দেশের সম্মান অখুন্ন থাকে সে আহবান রাখেন। এ সময় বিভিন্ন সামাজিক, ক্রীড়ামোদী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে কুয়েতে ভালো ভালো ম্যাচ ও খেলা উপহার দিয়ে সামনে অগ্রসর হবে সে প্রত্যাশা সকলের। নৈশ্য ভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের