মোহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত: কুয়েতে ইকামা আইন সংশোধন করে, ইকামা লঙ্ঘনকারীদের জরিমানা দৈনিক ৪ দিনার, ভিজিটে দৈনিক ১০, শিশুর জম্ম নিবন্ধন না করলে গুনতে হবে ২০০০ দিনারের জরিমানা।
বিদেশিদের আবাসনের বিষয়ে নতুন খসড়া আইনটি এখন ব্যাপক পর্যালোচনা করা হচ্ছে সংবাদ প্রকাশিত হয়েছে আরব টাইমসে। পাচ বছর মেয়াদী এই আইন মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত হওয়ার অপেক্ষামান।
আল সিয়াসার সূত্রে আরো জানা যায়, আইনটি একটি উচ্চতর সময়সীমা নির্ধারণ করে কুয়েতে প্রবাসীদের আইনে সংস্কার আনতেছে।
পাঁচ বছর মেয়াদে আইনটি সেট করা হতে পারে, বলে জানিয়েছে আল-সেয়াসাহ ও আরব টাইমস।
সুত্রে প্রকাশ, বিলটির মূল লক্ষ্য হচ্ছে রেসিডেন্সি ট্র্যাফিকিংয়ের বিরুদ্ধে লড়াই করা। ইকামা আইন লঙ্ঘন বা নবায়ন না হলে ২ দিনার জরিমানার স্থলে ৪ দিনার, ভিজিট ভিসায় দৈনিক ১০ দিনার এবং শিশুর জম্ম নিবন্ধন না করলে ২০০০ দিনার জরিমানার বিধান রাখা হয়েছে।