শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: ৩ আগস্ট হাসাবিয়া এলাকার স্থানীয় হোটেলে যুবলীগ জিলিব শাখার সহ সভাপতি বাবুল এর মায়ের মৃত্যুতে ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল করা হয়।
পবিত্র কোরআন তেলোয়াত পাঠ শেষে এতে জিলিব শাখা যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ এসহাক মিয়ার সঞ্চালনায় এবং সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়েত যুবলীগ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইমান উদ্দিন বাদল। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নবিউল হক মিলন, মুরাদুজ্জামান চৌধুরী, কাজী রায়হান, আনোয়ার হোসেন সহ অনেকে।
অনুষ্ঠানে ১৫ আগস্টে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কুয়েত যুবলীগ এর নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাশার, আঃ হালিম, মোঃ ইউসুফ, খসরু আইনল, ফারুক, ইকবাল হোসেন, জসিম উদ্দিন সহ কুয়েত যুবলীগের বিভিন্ন পযায়ের নেতা কর্মীরা।
শেষে সহযোদ্ধা বাবুলের মায়ের মৃত্যু এবং ৭৫এর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি গভীর শোক ও তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করার মধ্য দিয়ে শেষ হয় মাহফিল।