শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: কুয়েতের জিলিব আল সুয়েক বাঙালি অধ্যুষিত এলাকা হাসাবিয়ার শাহজালাল বাকালার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকা বেশ কয়টি ব্লিডিং এ ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টার পর সোমবার স্থানীয় সময় আনুমানিক রাত নয়টার পর আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষন পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় বাংলাদেশি মালিকানাধীন নিউ শাহজালাল বাকালার গোডাউনে আগুনের সূত্রপাত এর ঘটনা ঘটলে মালামাল পুড়ে গেছে একই ভবনের উপর ও আশপাশে বাংলাদেশিদের থাকার রুম রয়েছে সেখানেও আগুন ছড়িয়ে যায়। এতে একজন এর শরীর জ্বলছে যায়, তাকে বার্ন ইউনিটিতে আইসিইউতে রাখা হয়েছে, আর বাকী তিনজনকেও হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাসের লোকজন খবর নিতে সেখানে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, দোকানের গোডাউনে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আশেপাশের বাংলাদেশিদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূএপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে তারা সবাই বাংলাদেশি অসুস্থ থাকায় রুমে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগলে তারা দুর্ঘটনার শিকার হন বলে অনেকে জানান।
দগ্ধ প্রবাসীরা হলেন চট্টগ্রামের বন্দর থানার আনসার মিয়া, মিরেরসরাইর ধুম ইউনিয়নের বাংলাবাজার গ্রামের সুজল হক ও জসীম উদ্দিন এবং মুন্সীগঞ্জের হারুনুর রশিদ। এর মধ্যে আনসারের অবস্থা গুরুতর। সে সাবাহ হাসপাতালের বার্ণ ইউনিটের আইসিউতে রয়েছে।