রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। ১২ রবিউল আউয়াল উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুর বাংসারে ‘গাউছিয়া কমিটি বাংলাদেশ’ মালয়েশিয়া শাখা আয়োজিত উক্ত মাহফিলে সভাপতি করেন সংগঠনটির সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসনে হাসান।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক আল্লামা মুহাম্মদ নুরুন্নবী এয়াকুব আল-আযহারী।
হাফেজ মুহাম্মদ ইসমাঈলের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ রহমত আলী, মোহাম্মদ ফারুক, কবির হোসেন, গোলাম মোস্তফা ও ব্যবসায়ি নাছির উদ্দিন খান। এছাড়া মাহফিলে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী অংশ নেন।
বক্তব্যে নুরুন্নবী এয়াকুব আল-আযহারী বলেন, “আমাদের সৌভাগ্য আমরা শ্রেষ্ঠ নবী হয়রত মোহাম্মদ (সঃ)’র উম্মত। এরচেয়ে বড় নেয়ামত আর নেই।” তিনি বিশ্ব শান্তির জন্য বিশ্বনবীর আদর্শ ধারণ করে চলার আহবান জানান সকলের প্রতি।