রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: গানে গানে মালয়েশিয়ায় প্রবাসীদের মাতালেন আইয়ুব বাচ্চু, মিলা, ইমরান, ফেরদৌস ও পূর্ণিমা। সম্প্রতি রাজধানী কুয়ালালামপুরের হাংতুয়ায় ‘ঈদউৎসব’ নামে এ কনসার্টটি’র আয়োজন করে এজিডি পিক্সার্চ এসডিএনবিএইচডি নামে একটি প্রোডাকশান হাউজ।
মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হ্ওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এজিডি পিক্সার্চের চেয়ারম্যান দাতু সেলিম। অনুষ্ঠানের প্রথমাংশে বাংলা গানে স্থানীয় শিল্পিদের নাচ, মালয়েশিয়ান শিল্পি ইয়াজমিন আজিজি’র ওয়াকা ওয়াকা গান ও ট্যুফাম ফ্যাশনের আয়োজনে ফ্যাশান শো অনুষ্ঠিত হয়।
পরে একে একে মঞ্চ মাতান সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পি ইমরান মাহমুদ, মিলা ও এলআরবি। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন ফেরদৌস ও পূর্ণিমা।