রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ায় কুয়ালালামপুর শাখা আওয়ামীলীগেরর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়া আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মো: রাহাদ উজ্জামান ও ইকবাল হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়ালালামপুর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল বাতেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওমীলীগ এর সম্মানিত আহ্বায়ক রেজাউল করিম রেজা। শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টাল এর বল রুমে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সেলর (২) হেদায়াতুল ইসলাম মন্ডল, মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক অহিদূর রহমান অহিদ, যুগ্ম- আহ্বায়ক রাশেদ বাদল, আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখার সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, এস কে সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য প্রদীপ কুমার বিশ্বাস, মালয়েশিয়া আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, আলমগীর হুসাইন, নূর মোহাম্মদ ভূইয়া, হুমায়ুন কবির আমির, শাখাওয়াত হোসেন, মাহবুবর রহমান, মুকবুল হোসেন, মানিক বুকিত বিনতাং শাখার সধারণ সম্পাদক জাহাঙ্গীর, মোস্তাক হোসাইন, পিজে শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ক্লাং শাখার সভাপতি সোহাগ, বাতুকেভ শাখার সভাপতি নাজিমুদ্দিন, পাংসাপুরী শাখার সভাপতি শাহিন, পুচং শাখার সভাপতি মনির হোসেন, রাওয়াং শাখার সাধারণ সম্পাদক এস এম জাকির, কেপং শাখার সভাপতি চান মিয়া প্রমুখ।