প্রবাস মেলা ডেস্ক: প্রযুক্তিগত সকল সুযোগ সুবিধা নিয়ে কুষ্টিয়ার এনএস রোডের তমিজ উদ্দিন মার্কেটে শুরু হলো এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ৬৩তম শাখার কার্যক্রম।
২ ডিসেম্বর-২০১৮, রোববার, নতুন শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম মিয়া আরজু। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব খন্দকার রাশেদ মাকসুদ, সম্মানিত পরিচালক জনাব ডঃ নুরুন নবী, সম্মানিত শেয়ারহোল্ডার জনাব মোহাম্মদ আলী চৌধুরী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব সদর উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও জনাব হারুনুর রশীদ, মানব সম্পদ বিভাগের প্রধান জনাব হায়দার আখলাক, জনসংযোগ বিভাগের প্রধান জনাব মো: রুহুল আমিন, কুষ্টিয়া ব্রাঞ্চের প্রধান জনাব জামাল উদ্দিন, স্থানীয় সুধীজন, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া মাহফিলে ব্যবসায়ী, আমানতকারী, স্টেকহোল্ডারদের সমৃদ্ধি কামনা করা হয়।