প্রবাস মেলা ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক পরিবেশ আজ হুমকির সম্মুখীন। বৈশ্বিক উষ্ণতা বাড়ার ফলে সমুদ্র ফুলে উঠবে,বাংলাদেশের অধিকাংশ উপকূলীয় অঞ্চল সাগরের বক্ষে মিলিয়ে যাবে। এমন ক্রান্তিকালীন সময়ে পরিবেশ সুস্থ রাখতে বেশি করে বৃক্ষ রোপণ জরুরী। এমন মহৎ উপলব্ধি থেকেই প্রকৃতি প্রেমী কিছু উদার মানুষের উদ্যোগে ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’এ শ্লোগানকে সামনে রেখে, কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার ৯নং চাঁদপুর ইউনিয়নে গতকাল ইউনিয়নব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ পালিত হয়েছে।

জানা জায়, “আমরা ০৯ নং চাঁদপুর ইউনিয়নবাসী” নামক তাদের একটি ফেইসবুক গ্রুপ রয়েছে। যার সদস্য সংখ্যা প্রায় ২০০০ র কাছাকাছি। এ গ্রুপটি এলাকার মানুষদের জন্য একটি কমন প্লাটফর্ম তৈরী করে দিয়েছে। এখানে এলাকার নানামুখী খবর ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়ে থাকে। আর তারই ধারাবাহিকতায়, এবারে ইউনিয়নব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ গ্রহণ করা হয়।

গ্রুপ এডমিন, প্রথমে ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি তালিকা তৈরী করেন। পরবর্তীতে সেখান থেকে ১৩টি গ্রামের জন্য ১৩ জনকে গ্রাম প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়। গ্রাম প্রতিনিধিরা অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে প্রতিটি গ্রামের জন্য ১০/১৫ জনের একটি টিম গঠন করে। সিনিয়রদের পরামর্শ ও আন্তরিকতা ও ইউনিয়নের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ইউনিয়ন জুড়ে ১১০০ এর অধিক চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

১০ জুলাই, ২০২০ সকাল ৮.৩০ মিনিটে একযোগে ইউনিয়নের ১৩ টি গ্রামে এ কার্যক্রম শুরু করা হয়। এতে প্রায় ১০০ এর অধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইউনিয়নের প্রতিটা গ্রামের স্কুল, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ ময়দান ও রাস্তার পাশে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয় গ্রাম প্রতি ৮৫ টা চারা প্রদান করা হয় গ্রুপের পক্ষ থেকে। এসময়, এলাকার গুণীজনেরা উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এলাকার সকল পর্যায়ের মানুষ এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের পাশাপাশি সার্বিক সহযোগীতা করেন।

প্রতিটা গ্রাম প্রতিনিধি তার গ্রামের বাকি সদস্যদের সাথে নিয়ে সকল কাজ সম্পন্ন করে। যেমন- সিনিয়রদের সাথে যোগাযোগ, প্রতিনিধিরা একসাথে বসে আলোচনা, একটি ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ তৈরী করা যেখানে সিনিয়র এবং জুনিয়র এর আলোচনা হয়, নিজ নিজ গ্রামে মিটিং, চারা সংগ্রহ, রোপণের স্থান নির্ধারণ, বাঁশ/খঁটি প্রস্তুত করাসহ প্রয়োজনীয় সব কিছুর ব্যাবস্তা করা। শিক্ষার্থীদের গোছানো কাজের ফলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ কর্মসূচী সম্পন্ন হয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি এলাকার সন্মানী ব্যাক্তিবর্গ, স্কুল, কলেজ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। এলাকার সাধারণ মানুষেরা ছেলে-মেয়েদের সম্মিলিত এ কাজ দেখে অত্যন্ত খুশি হয়েছেন & রোপণ পরবর্তী সময়ে গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্বভার স্বপ্রণোদিত হয়ে গ্রহণ করেছেন।

আর এ কাজের পেছনে যারা সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা করেছেন তাদের মধ্যে অন্যতম কুষ্টিয়া জেলা সমিতির সাংগঠনিক সচিব ও লুবানা প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. রেজওয়ানুল ইসলাম রিজু, আইসিবি ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার
ও কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা’র সদস্য মোমতাজুল ইসলাম রনি, আকিজ গ্রুফের একাউন্টস এন্ড ফিনান্স ম্যানেজার গ্রুপের এডমিন জনাব প্রিন্স রানা, এক্সিম ব্যাংকের সিনিয়র অফিসার সাব্বির হোসেন সজল এবং সোহানুজ্জমান মাসুম (সিঙ্গাপুর প্রবাসী)
এ প্রসঙ্গে গ্রুপ এডমিন সাব্বির বলেন- “গতকাল এ ইউনিয়নের শিক্ষার্থী, যুবসম্প্রদায় ও সাধারণ মানুষের মধ্যে ঈদ আনন্দ বিরাজ করছিল, সবুজ আন্দোলনে রুপ নিয়েছিল আমাদের এ কার্যক্রম” তিনি বলেন- ভবিষ্যতেও বৃক্ষরোপণ কর্মসূচীর পাশাপাশি নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।