মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: কুষ্টিয়ার মৃত আতাউর রহমানের পরিবারকে মালদ্বীপ প্রবাসী ও মানবতা সেবায় মালদ্বীপ প্রবাসী ফোরাম এর পক্ষ থেকে সভাপতি কাজী মোখলেছ এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীদের নিয়ে ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবারে মালদ্বীপে নিহত কুষ্টিয়ার আতাউর রহমানের ভাগিনার হাতে ১ লক্ষ ২২ হাজার টাকা প্রদান করেন কাজী মোখলেছ ৷
এ সময় উপস্থিত ছিলেন মানবতার সেবায় মালদ্বীপ প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি মোঃ সুমন ফেনী, সাংগঠনিক সম্পাদক মোঃ আসিক, প্রচার সম্পাদক মোহাম্মদ ফরহাদ শিকদার, সহ প্রচার সম্পাদক, মোহাম্মাদ মাহামুদুল হাসান কালাম। আইন বিষয়ক সম্পাদক জিহান লিটন ৷
এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এমরান হোসেন তালুকদার, মালদ্বীপে ব্যবসায়ী মোঃ ফারুক আহম্মেদ, মোঃ আজাদ মাহাবুব, জুয়েল, রাকিব সহ আরো অনেকে ৷ এই আর্থিক সহযোগীতার জন্য মৃত আতাউর রহমানের পরিবার এক ভিডিও বার্তায় মালদ্বীপ প্রবাসীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷
মানবতা সেবায় মালদ্বীপ প্রবাসী ফোরামের সভাপতি কাজী মোখলেছ বলেন, আমার প্রসাবী ভাই বন্ধুদের কাছে আহ্বান জানাচ্ছি, আত্নমানবতার সেবায় এগিয়ে আসার জন্য।ইচ্ছা থাকলে আমরা আমাদের প্রবাসীদের জন্য কিছু করতে পারি, আসুন আমরা প্রবাস থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই, এগিয়ে আসি অসহায় মানুষের জন্য ৷ যারা যারা এই আর্থিক সাহায্য করেছেন তাদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷