শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে দূতাবাসের আমন্ত্রনে সকাল ৯ টা হতে দুপুর অবদি চলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এর বাসভবন “বাংলাদেশ হাউজে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের সাথে শুভেচ্ছা বিনিময়।এ সময় দূতালয় প্রধান এসওসি মোঃ আনিসুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সাজেদুল ইসলাম সহ কুয়েতে অবস্হানরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত হন।
কুয়েত সরকার ঈদের জন্য তিন দিনের ছুটি ঘোষণা করেছেন তাতে প্রবাসী শ্রমজীবীরা তাদের বাসা বাড়ী ও হোটেলগুলোতে বন্ধু বান্ধবদের দাওয়াতের মাধ্যমে কিছুটা সময় ভাগাভাগি করে নেয়ার সুযোগটি হাতছাড়া করেনি। বাংলাদেশ হাউজে প্রবাসীদের জন্য এক মধ্যাহ্ন ভোজের আয়োজনের তালিকায় ছিল মুখরোচক খাবার।

অন্যদিকে কুয়েত সিটির রাজধানী হোটেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়োত শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান করেছে। এতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদেক হোসেন সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখা।বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিমল কান্তি রয়, মোরশেদ আলম বাবুল, মোঃ হান্নান ভুইয়া, সালাহ উদ্দিন , সানাউল্লাহ মিলন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মুজিব আদর্শের সৈনিকেরা।

ঈদ পুনর্মিলনী ২০১৯ এর মত যেনো প্রতিবছর এ সংগঠন এমন আয়োজন অব্যাহত রেখে সংগঠন তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের পাশে থেকে কাজ করার আহবান করেন বক্তারা। পরে উপস্থিত সকলে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
এদিকে কুয়েত সিটির গুলশান হোটেলে নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদ, কুয়েত এর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং মোহাম্মদ সেলিম ও মহসিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সংগঠক তৌহিদুল আলম চৌধুর্ বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ শাহজাহান, আল ইসলাম সহ আরো অনেকে।

বক্তারা সংগঠনের প্রশংসা করতে গিয়ে বলেন, দেশে মসজিদ, মাদ্রাসা,এতিম, গরীব সহ এই সংগঠন নিয়মিত সহযোগীতার মাধ্যমে বিশেষ ভুমিকা রাখার পাশাপাশি দুঃস্থ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তাই কুয়েত প্রবাসী নারায়নগন্জ বাসীকে ধন্যবাদ জানান। সে সময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্হিত ছিলেন।সংগঠনের পক্ষ হতে প্রধান অতিথি তৌহিদুল আলমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।