শরীফ মিজান, কুয়েত থেকেঃ কুয়েতে প্রখর তাপমাত্রায় তাপদাহ থেকে বাহিরে কাজ করা শ্রমিকদের জুন মাস থেকে আগষ্টের ৩১ পর্যন্ত সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা,পর্যন্ত কাজের নিষেধাজ্ঞা আরোপ করেন দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার। শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির নিরাপত্তার কথা বিবেচনা করে পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার ডাইরেক্টর গণমাধ্যম আল আনবাকে একথা জানান। সরকারের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ভুঁয়সী প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জুন মাস থেকে ৫০ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যমান থাকায় দেশটির সরকার শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রতি বছরের ন্যায় এবারও সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা, পর্যন্ত প্রচন্ড তাপদাহে বাহিরে কাজ করা নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্ন কর্মী, বিভিন্ন কৃষি খামারে কর্মরত কর্মীদের কাজের নিষেধাজ্ঞা আরোপ করেন। পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার ডাইরেক্টর প্রতিটি কোম্পানির মালিকদের এই নির্দেশ কার্যকরী করার কড়া হুশিয়ারি দিয়েছেন।
সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন এতে করে প্রচন্ড তাপমাত্রায় কাজ করা শ্রমিকরা স্বাস্থ্য ঝুঁকি থেকে পরিত্রাণ পাবে। তাছাড়া সকল প্রবাসী শ্রমিকরা যেন স্বাস্থ্য বিধি মেনে চলে এইজন্য উদাত্ত আহবান জানান প্রবাসীরা। কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এরই মধ্যে মুষ্টিমেয় কিছু শ্রমিক নির্মাণ কাজ ও কৃষি খামারে কর্মরত আছেন। তাদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করেই কুয়েত সরকারের এই সিদ্ধান্ত।