শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: সম্প্রতি আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ কুয়েত কর্তৃক গুনীজন সম্মাননা আয়োজন করা হয়। কুয়েতে দীর্ঘদিন থেকে প্রবাসীদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালনে বিভিন্ন কর্মকান্ডের জন্য কয়েকজন প্রবাসীকে এই গুণীজন সম্মাননা দেয় আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ। এতে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, বিশিষ্ট সংগঠক বীরমুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন আহমেদ, চিত্র শিল্পী জহুরুল কাইয়ুম বাহার সহ বেশ কিছুপ্রবাসীকে বিভিন্ন বিষয়ে সফলতার জন্য গুনি সম্মাননা দেয়া হয়।
কুয়েত সিটি টাওয়ারহোটেলে অনুষ্ঠিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম গুনীজন সম্মাননা তুলে দেন।
সংগঠনের সভাপতি নাসরিনআক্তার মৌসুমী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ডাক্তার মনিরুজ্জামান, মেজর ঈমাম উদ্দিন সহ উল্যেখযোগ্য কবি, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী এবংকমিউনিটির বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
এ সময় কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী সম্পাদনায় প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের সাতকাহন” এর মোড়ক উম্মোচন করা হয়।
অতিথিরা বলেন, ভবিষতেও এ ধারা অব্যাহত রেখে পথচলতে পারলে সুখী সমৃদ্ধি ও সুন্দর মানুষিকতা বিকাশে উৎসাহ যোগাবে এই সুদুরপ্রবাসে।
সংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতার পাশাপাশি কুয়েত থেকে প্রথম অনলাইন ও টেলিভিশন সাংবাদিকা শুরু করেন। দীর্ঘ দেড় যুগের উপরে তিনি বিভিন্ন সময়ে প্রবাসীদের সুখে দুঃখে পাশে থেকে তাদের সমস্যা ও সম্ভাবনা মিডিয়ার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি গোচরে বিশেষ ভূমিকা রেখে আসছেন। তিনি বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন স্থান থেকে একজন বস্তুনিষ্ঠ সফল সাংবাদিক হিসেবে অনেক সম্মাননা পেয়েছেন।