মুহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত থেকে:
কুয়েতে ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে(কোভিড-১৯) নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬৩ ও মৃত্যু ৪ জনের। আজ রবিবার (২ আগষ্ট ) কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আব্দুল্লাহ আল-সানাদ নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কুয়েতে ২৪ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬৩ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯১১ জনে। আজ সুস্থ হয়েছে ৬৮৮ জন, মোট সুস্হ্যতা লাভ করেছে ৫৯ হাজার ২১৩ জন। চিকিৎসাধীন রয়েছে ৮ হাজার ৪৭০ জন।আজ ২ হাজার ৪১ জনের নমুনা পরীক্ষায় ৪৬৩ জন করোনা রুগী শনাক্ত হয়।কুয়েতে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ৫৬১ জনের। আইসিইউতে রয়েছে ১২৯ জন। আজ ৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে। কুয়েতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৭ জনে। কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত আজকের পরিসংখ্যান নিম্নরূপ: কুয়েতি ৩১৯ জন ——–৬৮.৯০%, অন্যান্য ১৪৪ জন——-৩১.১০% মোট ৪৬৩ জন। সর্বমোট ৬৭,৯১১ জন। স্বাস্থ্য বিধি মেনে কুয়েতের সর্বত্রে “জরুরী অবস্থা’ রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত (৬ঘন্টা কারফিউ) চলমান। স্বাস্থ্য বিধি মেনে কুয়েতে স্বাভাবিক জীবনে ফিরে আসার ৩য় ধাপ শুরু হয়েছে। পাবলিক পরিবহন বন্ধ রয়েছে। পরিবহনের ক্ষেএে (অনুমতিক্রমে)টেক্সি একজন যাএী নিয়ে চলাচল করতে পারবে বলে জানিয়েছে। তৃতীয় ধাপে অফিস সমূহে শতকরা ৫০ শতাংশের কম উপস্থিত থাকার কথা বলা হয়েছে। ★প্রবাসী ভাই ও বন্ধুগণ স্হানীয় আইন মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় চলুন। স্বাস্থ্য বিধি মেনে মেনে চলুন। নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন। সূত্র: স্বাস্থ্য মন্ত্রণালয় কুয়েত।