শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: ২৩ মে ২০২১, রবিবার বাংলাদেশ দূতাবাস, কুয়েতের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, গণতন্ত্র ও শান্তি আন্দোলনের পুরোধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক প্রদত্ত ‘জুলিও-কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মাওলানা জাকির হোসেনের কোরান তেলওয়াতের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক বিশেষত: বিশ্ব ও আঞ্চলিক শান্তি রক্ষায় তাঁর অবদানের দিক নিয়ে আলোকপাত করা হয়। মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি- এর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবন্ধ পাঠ করেন জনাব নিয়াজ মোর্শেদ, প্রথম সচিব ও দূতালয় প্রধান এবং জনাব হাসান মনিরুল মহিউদ্দিন, দ্বিতীয় সচিব। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবশেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।