রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর ( শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হাইকমিশনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অহিদুর রহমান অহিদের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদ বাদল, আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, শফিকুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ ভুঁইয়া, আলমগীর হুসাইন, প্রকৌশলী মোঃ রাহাদ উজ্জামান প্রমুখ।
মতবিনিময় কালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ মালয়েশিয়ায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শ্রম কাউন্সিলর প্রবাসী নেতৃবৃন্দের কথা শুনেন এবং সমস্যাগুলো তিনি পর্যালোচনা করে দেখবেন বলে জানান।
তাঁরা প্রবাসী কমিনিউটি নেতৃবৃন্দের সাথে বড় আয়োজনে একটি মতবিনিময় সভা করার অনুরোধ জানান শ্রম কাউন্সিলরকে।
এছাড়া মালয়েশিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রাহাদ উজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেন কাউন্সিলর (শ্রম)’র মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে। এ সময় তাঁরা অ্যাসোসিয়েশের সেবামূলক কার্যক্রম তুলে ধরেন।