রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মহান একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকেরা।
২১ ফেব্রুয়ারি সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দেন প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিনিউটি প্রেস ক্লাব মালয়েশিয়া’র নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জৈষ্ঠ্য সাংবাদিক গৌতম রায়, আমিনুল ইসলাম রতন, আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, বাংলাদেশ কমিনিউটি প্রেস ক্লাব মালয়েশিয়া’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান, এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সময় টিভি মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, শাহাদাত হোসেন, শওকত হোসেন জনি, শাহাবউদ্দিন আহমেদ প্রমুখ।
পরে সাংবাদিকেরা বাংলাদেশ হাইকমিশন আয়োজিত একুশের আলোচনা সভায় অংশ নেন।
পৃথক এক বিবৃতিতে বাংলাদেশ কমিনিউটি প্রেস ক্লাব মালয়েশিয়া’র সদস্যরা ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও নিহতদের আত্মার শান্তি কামনা করেন।