রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: ১২ জুলাই শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ভিস্তানার হলরুমে মালয়েশিয়া আওয়ামী লীগ পরিবার আয়োজিত এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, “প্রবাসীদের নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো ও তাদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিদেশের মাটিতে নিজেদের অবস্থান সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিদেশের মাটিতে দেশের সম্মান বৃদ্ধির প্রতি সচেষ্ট থাকতে হবে।”
তিনি বলেন, “বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের পেছনে প্রবাসীদের অবদান অপরিসীম। “
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম।
মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, শওকত হোসেন পান্না, দাতো মোঃ আকতার হোসেন, কাইয়ুম সরকার, যুবলীগের যুগ্ম আহবায়ক মনসুর আল বাশার সোহেল, জহিরুল ইসলাম জহির, বিএম বাবুল, তারিকুজ্জামান মিতুল, জালাল উদ্দিন সেলিম, ছাত্রলীগ নেতা এম এইচ জুয়েল, কাজী নিজাম, আলামিন ডলার প্রমুখ।