প্রেস বিজ্ঞপ্তি: মানবতার তরে সর্বাগ্রে আমরা এই শ্লোগান নিয়ে ২ বছর আগে যাত্রা শুরু করে ‘কুঁড়েঘর বাংলাদেশ’ নামে সংগঠনটি। এটি একটি সামাজিক শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। ১০ জুন ২০২৩, শনিবার চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ার পথেরহাট ভারতশ্বরী প্লাজায় অবস্থিত তাকওয়া রেস্টুরেন্টে এই সংগঠনের ২য় বর্ষপূর্তি সাড়ম্বরে উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি এস.এম. জসিম উদ্দিন সিআইপি। অনুষ্ঠান উদ্বোধন করেন কুঁড়েঘর বাংলাদেশ এর পরিচালক সাংবাদিক এস.এম. ইউসুফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমান ও নোয়াপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক শেখ বিবি কাউছার।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম আনিছুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন শহিদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি (চট্টগ্রাম উত্তর জেলা) এর সাবেক সমন্বয়ক মুহাম্মদ মুফিজুর রহমান ও কুঁড়েঘর বাংলাদেশ এর অডিটর রবিউল হোসাইন সুমন। এ মহতি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুঁড়েঘর বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক কাজী মুহাম্মদ কায়েছ উদ্দীন। অনুষ্ঠানে বক্তারা এই সংগঠনটিকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয়ে এগিয়ে নেয়ার আহ্বান জানান।