হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: রোমান ক্যাথলিক মন্ডলীর প্রথম বাঙালি কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও নিরাপদে এবং সুস্থ শরীরে নিউইয়র্কে এসে পৌছেছেন। তিনি কাতার এয়ারওয়েজ QR৭০৩ ফ্লাইটে শুক্রবার (২০ জুলাই) সকাল ৮:৪০ মিনিটে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান।
বিমানবন্দরে কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর আমেরিকার প্রথম বাঙালি ফাদার স্টেনলী গমেজ আদী এবং ফাদার ফ্রাঞ্চিস সুনিল রোজারিও সহ প্রবাসী বাঙালি খ্রীষ্টান এসোসিয়েশনের সদস্যরা। হাসিখুশি অমায়িক মিষ্টভাষী প্রথম বাঙালি কার্ডিনাল-কে প্রনামে, চুম্বনে ও ফুল-মালায় বরনণকরা হলে তিনি উপস্থিত সকলকে আশীর্বচন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে প্রভা গঞ্জালভেস, ফ্রাঞ্চিস ফলিয়া এবং পলাশ রোজারীও উপস্থিত সকলকে পুলীপিঠা, বিস্কুট, চা-কফি পরিবেশন আপ্যায়িত করান। পরে কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও ফাদার ষ্ট্যানলী গমেজ আদীর যাজকীয় গৃহে গমন করেন।
উত্তর আমেরিকা সফরকালীন সময় কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও আমেরিকার বিভিন্ন রোমান ক্যাথলিক মন্ডলী ও মেষদের তত্ত্বাবধান করবেন। তাঁর আগমন উপলক্ষ্যে আমেরিকান বাংলাদেশি খ্রীষ্টান কমিউনিটিতে সাড়া পড়েছে। এদিকে প্রবাসী বাঙালি খ্রীষ্টান এসোসিয়েশন ইউএসএ’র উদ্যোগে তাঁকে সংবর্ধিত করার উদ্যোগ নেয়া হয়েছে।