প্রবাস মেলা ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন শোয়াইব আহমাদ খান। এর আগে তিনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক ছিলেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার এ নিয়োগের কথা জানানো হয়েছে।
শোয়াইব আহমাদ খান দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি দক্ষতা আর অভিজ্ঞতার কারণে সবসময় প্রশংসিত হয়েছেন। নতুন দায়িত্বে তিনি কারিগরি শিক্ষার মান বাড়াতে এবং দক্ষ জনশক্তি তৈরি করতে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে কাজ করার সময় তিনি প্রবাসী শ্রমিকদের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। এই অভিজ্ঞতা তার নতুন দায়িত্ব পালনেও কাজে আসবে বলে তিনি জানান।