হাকিকুল ইসলাম খোকনও অাখি সীমা কাওসার, রোম, ইতালি থেকে: ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার রোমে কানেক্ট বাংলাদেশের তিনদিনব্যাপি সম্মেলন শুরু হয়েছে। সকালে সম্মেলনের প্রথম অধিবেশন মূলত পরিচয় পর্ব, সংগঠন প্রতিষ্ঠার ইতিবৃত্ত, পৃথিবীর বিভিন্ন দেশের আগত ডেলিগেটদের অভ্যর্থনা ও বিগত দিনের নানা কর্মসূচির বর্ণনা করে বক্তব্য রাখেন নুরুল আমিন (লন্ডন)।
তিন দিনব্যাপি সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে শামসুল হক পাখি (ইতালি) ‘র উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন ডাঃ গিয়াস উদ্দিন আহমেদ ( লন্ডন)।
প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন প্রবাসী মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী (আমেরিকা) দিলীপ কর্মকার (কানাডা), মনসুর চৌধুরী, (ফ্রান্স) এ্যাডভোকেট শিব্বির আহমেদ(ইংল্যান্ড), মোহাম্মদ ইলিয়াস মিয়া (কানাডা), ডাঃ সাইদুর রহমান লস্কর (ইতালি), এ্যাডভোকেট আবদুন নূর দুলাল সুপ্রিম কোর্ট, (বাংলাদেশ), শিকদার গিয়াস উদ্দিন (আমেরিকা), কাজী আসাদুজ্জামান (সুইজারল্যান্ড), আখি সীমা কাওসার (ইতালি), হাকিকুল ইসলাম খোকন সিনিয়র সাংবাদিক ও এডিটর বাপসনিঊজ (আমেরিকা), আবছার হোসাইন (স্পেন), এবি এম সালেহ উদ্দিন কবি ও কলামিস্ট (আমেরিকা) জাফর আজাদ (ফ্রান্স), শাহ আলম (ইতালি), কবি বাবুল তালুকদার (লন্ডন), এ্যাডভোকেট রওশন আরা (ইতালি), এ্যাডভোকেট কামরুজ্জামান (ইতালি), কাজী জাকারিয়া (ইতালি), আই টি এক্সপার্ট আবু তাহের (আমেরিকা), নূরুন্নবী আলী (ইংল্যান্ড)
আজ ২৭ অক্টোবর সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও ভবিষ্যৎ কর্মসূচি, পরিকল্পনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।