জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২৭শে ফেব্রুয়ারি ২০২০, সন্ধ্যা ৫.০০ ঘটিকায় ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালে’র জরুরী সভা উপস্থিত সদস্যদের ছাড়াও অন্যান্য সদস্যদের সাথে টেলিযোগাযোগের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় আগামী অক্টোবর, ২০২০ অনুষ্ঠিতব্য লন্ডন সম্মেলনকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ীসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বয়ে বর্ধিত কলবরে ‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালে’র কেন্দ্রীয় এডহক কমিটি সদস্যদের নাম প্রকাশ করা হয়। আগামী সম্মেলন না হওয়া অবধি এই কমিটির সদস্যবৃন্দ একযোগে সর্বসম্মতভাবে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে সকল কর্মকান্ড পরিচালনা করবেন বলে জানান। তারা বলেন, ‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ একটি বিশ্বব্যাপী প্রবাসীদের নানাবিধ সমস্যা ও অধিকার প্রতিষ্ঠা সর্বোপরি রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, সেক্টর ও মন্ত্রণালয়সমূহে প্রবাসীদের জন্য নেয়া বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সম্পর্কে প্রবাসে সচেতনতা তৈরি করতে কাজ করছে। ‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ আমাদের মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশের সামগ্রিক টেকসই উন্নয়ন ও প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত হওয়ার নিমিত্তে দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অপরিসীম। প্রবাসীদের কল্যাণেই দেশের অর্থনীতি এখন শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। যথাযথ পরিকল্পনার মাধ্যমে দেশের সম্ভাবনাময় খাতে প্রবাসী বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব হলে দেশের কাঙ্খিত লক্ষ্য অর্জন আরও সহজ হবে বলে জানিয়েছেন তারা। দেশের সম্ভাবনায় খাতে প্রবাসীদের বিনিয়োগ করার ক্ষেত্র তৈরির জন্য সরকারের কাছে দাবি জানান নেতৃবৃন্দ।

সভায় বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের বিস্তারে ‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালে’র নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বাংলাদেশেও এই ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে । বিশেষ করে করোনা ভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে ফিরে আসা প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে এই সংক্রমণের ঝুঁকি বেশি। এখন বিদেশ প্রত্যাগত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা অতীব জরুরী। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সারা বিশ্বে হোম কোয়ারেন্টাইন অর্থাৎ নিজ বাড়িতে সার্বক্ষণিক আলাদা হয়ে থাকাকে একমাত্র কার্যকর উপায় হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাই প্রাণঘাতী এই সংক্রমণ মোকাবেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞদের নির্দেশিত হোম কোয়ারেন্টাইন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ণ নিশ্চিত করতে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালে’র পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
পরে একঝাঁক স্বচ্ছ, মানবিক, পরিচ্ছন্ন, শিল্প ও সাংস্কৃতিকসত্তার অধিকারী, ব্যক্তিত্ত্বসম্পন্ন ও ধীশক্তিধর প্রবাসের কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালে’র কেন্দ্রীয় এডহক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। নিন্মে উক্ত কমিটির তালিকা প্রকাশ করা হল:
সদস্যদের নাম ও অবস্থানকারী দেশের নাম:
১. আবু তাহের গিয়াসউদ্দিন আহমদ (খিজির), যুক্তরাজ্য
২. ডা. গিয়াসউদ্দিন আহমেদ, যুক্তরাজ্য
৩. সৈয়দ আব্দুল মাবুদ, যুক্তরাজ্য
৪. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, কানাডা
৫. কাজী আসাদুজ্জামান, সুইজারল্যান্ড
৬. হারুনুর রশীদ, জার্মানী
৭. নূরুল আমিন, যুক্তরাজ্য
৮. ড. আনোয়ার করিম, যুক্তরাষ্ট্র
৯. সিকদার গিয়াসউদ্দিন, যুক্তরাষ্ট্র
১০. হাবিব উল্যাহ বাবুল (হাবিব বাবুল), জার্মানী
১১. হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
১২. এ কে এম মহসীন (মালহার), সিঙ্গাপুর
১৩. ড. আব্দুল মালেক ফরাজী, ফ্রান্স
১৪. জাকারিয়া কাজী, ইতালি
১৫. নওশাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র
১৬. ড. সাইদুর রহমান লস্কর, ইতালি
১৭. এ বি এম সালেহউদ্দীন, যুক্তরাষ্ট্র
১৮. ডা. মাহমুদুর রহমান মান্না, যুক্তরাজ্য
১৯. ড. সাবের শাহ, যুক্তরাজ্য
২০. মোহাম্মদ হান্নান মিয়া, যুক্তরাজ্য
২১. সালাউদ্দিন ইরান, সুইজারল্যান্ড
২২. ফখরুদ্দিন আহমেদ, সুইডেন
২৩. ইকবাল হোসেইন, ইতালি
২৪. মিসেস আসমা শাহ্, যুক্তরাজ্য
২৫. রায়হানুল ইসলাম চৌধুরী, যুক্তরাষ্ট্র
২৬. ডা. আবদুল্লাহ আল হারুন, নিউজিল্যান্ড
২৭. প্রফেসর জানে আলম, যুক্তরাষ্ট্র
২৮. মোহাম্মদ জসীম, ইতালি
২৯. অধ্যাপক ড. আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র
৩০. ড. জাফরী আল কাদরী, যুক্তরাষ্ট্র
৩১. মীর রাশেদ আহমেদ, যুক্তরাজ্য
৩২. আজিজুল হক, কানাডা
৩৩. মোহাম্মদ শহীদউল্লাহ, যুক্তরাষ্ট্র
৩৪. মোস্তফা জামান স্বপন, যুক্তরাষ্ট্র
৩৫. এম আর উল্লাহ (রবিউল), যুক্তরাজ্য
৩৬. মাসুম জাকির, জাপান
৩৭. বুলবুল তালুকদার, অস্ট্রিয়া
৩৮. আসাদুজ্জামান, যুক্তরাজ্য
৩৯. নাজিম চৌধুরী, যুক্তরাজ্য
৪০. মজিবর রহমান, ফ্রান্স
৪১. খান নাজির মোহাম্মদ (খসরু), ইতালি
৪২. মোহাম্মদ বিল্লাহ (রানা), যুক্তরাষ্ট্র
৪৩. মিস বিলকিস রশীদ, যুক্তরাজ্য
৪৪. বাহার উদ্দিন আহমেদ চৌধুরী, ফ্রান্স
৪৫. আব্দুল জাব্বার খান (পিনু), যুক্তরাজ্য
৪৬. ইন্জিনিয়ার চন্দন চৌধুরী-গ্রীস
৪৭. মাঈনউদ্দিন আহমদ- ফ্রান্স
৪৮. অধ্যাপক জয়নাল আবেদীন-পোল্যান্ড
৪৯. সালাহউদ্দিন আহমদ- অস্ট্রেলিয়া
৫০. কালাম ফরাজী -ফ্রান্স
৫১. জাকারিয়া কাওসার সোহেল-বেলজিয়াম।
কেন্দ্রিয় এডহক কমিটির পক্ষে:
আবু তাহের গিয়াসউদ্দীন আহমেদ (খিজির), যুক্তরাজ্য
সৈয়দ আবদুল মাবুদ, যুক্তরাজ্য
কাজী আসাদুজ্জামান, সুইজারল্যান্ড
ডা. গিয়াসউদ্দিন আহমেদ, যুক্তরাজ্য
হারুনুর রশীদ, জার্মানী
কাজী জাকারিয়া, ইতালি
মোহাম্মদ ইলিয়াছ মিয়া, কানাডা
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
সিকদার গিয়াসউদ্দিন, যুক্তরাষ্ট্র
নূরুল আমিন, যুক্তরাজ্য