আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: কানেক্ট বাংলাদেশ ইতালির সমন্বয়ক কমিটির ১১ অক্টোবর ২০১৮ তারিখের মুলতবী সভা রবিবার, ১৪ অক্টোবর ২০১৮ কাজি জাকারিয়ার সভাপতিত্বে ও কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক সচিব মাজিবের রহমানের পরিচালনায় ইতালির রাজধানী রোমের তরপিনাতারা ইউরো বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্ন উল্লেখিত সদস্যদের উপস্থিতিতে ও ঐক্যমতের ভিত্তিতে কানেক্ট বাংলাদেশ ইতালি সমন্বয়ক কমিটিতে সদস্য সংযুক্ত করে নতুন ভাবে কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কমিটির নিযুক্তপ্রাপ্ত কানেক্ট বাংলাদেশ ইতালি সমন্বয়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক আখি সীমা কাওসারকে সমন্বয়ক, কাজি জাকারিয়াকে সমন্বয়ক সচিব ও এডভোকেট রওশন আরাকে সমন্বয়ক কোষাধক্ষ্য করে অন্যান্য সকলকে সমন্বয়ক হিসেবে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভায় উপস্থিত হলেন : মো: শা্হ আলম, মো: সামছুল হক পাখী, আখি সীমা কাওসার, মাজিবুর রহমান, কাজি জাকারিয়া, আকতার হোসেন, কামরুজ্জামান, রহমান চৌধুরী, মিহির আলম, রওশন আরা, মো: ইউসুফ, আকতার হোসেইন প্রমুখ।
কানেক্ট বাংলাদেশ ইতালি কমিটির অন্যান্য সমন্বয়কগণ হলেন : ১. ডাঃ সাইদুর রহমান লস্কর ২. মোঃ শাহ্ আলম ৩. মো: সামছুল হক পাখী ৪. মজিবুর রহমান ৫. শাহিন খলিল কাওসার ৬. জমির হোসেন ৭. আকতার হোসেইন ৮. আমির হোসেন ৯. আব্দুর রহমান (পাদোবা) ১০. রমা কান্তি দে (সিসিলিয়া) ১১. তুহিন মাহমুদ (মিলান) ১২. এডভোকেট কামরুজ্জামান ১৩. রুস্তম আলি ১৪. শাধমা কাওসার পূর্ণতা ১৫. রাজিব রহমান ১৬. আখতার হোসেন ১৭. রহমান চৌধুরী ১৮. মোঃ ইউসুফ ১৯. মিহির আলম ও ২০. রৌশন আরা। সকলে যৌথ নেতৃত্বের মাধ্যমে কানেক্ট বাংলাদেশের পক্ষে নিষ্ঠার সাথে কাজ করা ও আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর রোম সম্মেলন সফল করার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।