প্রেস রিলিজ: বাংলাদেশের স্বাধীনতার ৪৮তম বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কানেক্ট বাংলাদেশ ইউকে’র উদ্যোগে বিশেষ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর ২০১৯ রবিবার সন্ধ্যা ৬টায় লন্ডনের ৪৬-৫০, গ্রেটারেক্স স্ট্রীট এর মাইক্রো বিজনেস সেন্টারে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কানেক্ট বাংলাদেশের সদস্য, পরিবার-পরিজন এবং মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। মহান বিজয় দিবসের এই মহতি উদ্যোগকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। কানেক্ট বাংলাদেশ ইউকে’র পক্ষে আবু আহমেদ খিজির, ড. গিয়াস উদ্দিন আহমেদ, সৈয়দ আব্দুল মাবুদ, মো: নুরুল আমিন, ড. মাহমুদুর রহমান মান্না, বাবুল তালুকদার ও তোফায়েল আহমেদ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।