আখি সীমা কাওসার, রোম ইতালি প্রতিনিধি: ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সমন্বয়কগণ আগামী ২৬, ২৭ ও ২৮ শে অক্টোবরে অনুষ্ঠিতব্য কানেক্ট বাংলাদেশের রোম সম্মেলন স্থল পরিদর্শন করেন। ইতালির রোমে এই আন্তঃদেশীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের স্থান হলো, গ্রত্ত্বা সেলোনির সালোনে অগুস্তিনো।
কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়কগণ সম্মেলন স্থল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন ও আশাবাদ ব্যক্ত করছেন যে, এই সম্মেলন স্থল সুন্দর ও মনোরম যা দেশ বিদেশ থেকে আগত কাউন্সিলর ও অতিথিবৃন্দ পছন্দ করবেন। তাই কানেক্ট বাংলাদেশের ৩য় আন্তঃদেশীয় সম্মেলনকে সফল করার জন্য প্রতিটি দেশের সমন্বয়ক, কাউন্সিলর, ডেলিগেটে ও অতিথিদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে। কেন্দ্রীয় সমন্বয়ক (সচিব) মোঃ শামসুল হক পাখির ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় সমন্বয়ক নুরুল আমিন, আখি সীমা কাউসার ও মাজিবের রহমান। কেননা ইহা মান সম্পন্ন ও সুন্দর। তাছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত কাউন্সিলর, ডেলিগেটে ও অতিথিবৃন্দের আপ্যায়নের জন্য ক্যাটারিং এর ব্যবস্থা আছে এই সম্মেলন ভেন্যুতে।
কানেক্ট বাংলাদেশের এই আন্তঃদেশীয় সম্মেলন ভেন্যু রোমে আয়োজন করার জন্য স্থানীয় প্রবাসী বাংলাদেশীগণ ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা উৎসাহ ও আন্তরিকতার সাথে অপেক্ষা করছেন, এই সম্মেলন প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে যেন সমর্থ হয় এবং বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মহলের সাথে যোগাযোগ করে তা সমাধানের জন্য যেন উদ্যোগ করে। উল্লেখ্য যে, কানেক্ট বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন যা বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসী অধিকার নিয়ে দেশে বিদেশে কাজ করছে।