হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৩রা মার্চ’১৯ রবিবার, বিকাল ৪ ঘটিকায় (লন্ডন সময়) কানেক্ট বাংলাদেশ কেন্দ্রীয় স্বমন্বয় কমিটির মাসিক সভা মেসেনন্জারের মাধ্যমে অনুষ্ঠিত হয় । সভায় ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন এবং বাংলাদেশ প্রভৃতি দেশ থেকে প্রবাসী এ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও তাদের মতামত পেশ করেন ।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও লেখক হাকিকুল ইসলাম খোকন ও সভা পরিচালনা করেন কবি এবিএম সালেহউদ্দিন। সভায় অংশগ্রহণ করেন দিলীপ কর্মকার, মাসুম জাকির, মোহাম্মদ তাহের, সামসুল হক, শিব্বির আহমেদ তালুকদার, কুদরাত উল্ল্যা, মাজিবুর রহমান, আখি সীমা কাওসার, কাজী জাকারিয়া, নওশাদ চৌধুরী, জাফর আজাদী, নুরুল আমিন, সিকদার গিয়াস উদ্দিন, মহসিন মালহার, শাহ আলম, হারুনুর রশিদ, মনসুর চৌধুরী প্রমুখ।
সভায় নিন্মে উল্লেখিত এজেন্ডা সমূহকে গুরুত্ব দিয়ে সার্বিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
১. দেশ ও শহর ভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ এবং বিশেষ করে ইতালিতে পাসপোর্ট ইস্যুকরণ ও প্রদান বিলম্বিত করার কারণে প্রবাসীদের নানাবিধ সমস্যা হওয়া নিয়ে আলোচনা করা। ২. শহর, জেলা, অঞ্চল ও দেশ পর্যায়ে নতুন সমন্বয়ক ও সাধারণ সদস্য সংগ্রহ ও অনুর্ভুক্ত করা নিয়ে আলোচনা করা। ৩. পরিকল্পনা পরিষদের গত ত্রৈমাসিক সভার সিদ্ধান্ত ও করণীয় বিষয়ে অবহিত করা ও প্রয়োজনে ব্যাখ্যা করা। 8. বিবিধ ।
সকলের আলোচনার পর সর্ব সম্মতিতে নিন্মে উল্লেখিত সিদ্বান্তসমূহ গৃহীত হয়।
১/১)- ইতালি প্রবাসীদের পাসপোর্ট ইস্যুকরণ ও প্রদান বিলম্বিত করার কারণে প্রবাসীদের নানাবিধ সমস্যা নিয়ে পররাষ্ট মন্ত্রনালয়, বিভিন্ন দেশের দূতাবাসে আবেদন পেশ করা যাতে এবিষয়ে আর কোন জটিলতা বা বিড়ম্বনা না থাকে।
১/২)- ইতালির ৫ জন কেন্দ্রীয় সমন্বয়ক পাসপোর্ট ইস্যুকরণ ও প্রদান বিলম্বিত করার কারণসমূহ চিহ্নিত করার লক্ষ্যে প্রয়োজনীয় তদন্ত ও ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ নিবেন। এতদ বিষয়ে আগামী সভায় এই ৫ জন সমন্বয়ক সমস্যাটির স্বরূপ ও প্রয়োজনীয় করণীয় নির্ধারণে তাদের পরামর্শ পেশ করার চেষ্টা করবেন।
২)- সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ সহজ ও সাবলীলভাবে সর্বসম্মুখে প্রচারের জন্য একটি ৫ /৭ মিনিটের ভিডিও ক্যাসেট তৈরী করার জন্য জনাব কুদরত উল্ল্যাহ, কাজী জাকারিয়া, শিব্বির আহমেদ তালুকদার ও মনসুর চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়।
৩)- আগামী ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে প্রতিটি দেশে একটি আলোচনা সভা অনুষ্ঠানের অনুরোধ করা হয়।
৪)- প্রত্যেক সমন্বয়ক গণকে তাদের বাৎসরিক চাঁদা তাদের সুবিধামত যে কোন সমন্বয়ক (অর্থ) – (ডাক্তার গিয়াস উদ্দিন, জাফর আজাদী ও মোস্তফা জামান স্বপন) – এর নিকট প্রেরণের অনুরোধ করা হয়।
৫)- পরিকল্পনা পরিষদের বিগত ১০/০২/২০১৯ইং তারিখের সভার সিদ্বান্তসমূহ সকলের অবগতির জন্য ইতিপূর্বে এই ওয়েব পেইজে উপস্থাপন করা হয়েছে। সকলকে এতদ বিষয়ে অবগত হওয়ার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার অনুরোধ করছি।
6)- জনাবা লুৎফা হাসিন রোজী, জনাব নুরুল আমিন ও জনাব সামসুল হক পাখী – কে কানেক্ট বাংলাদেশ বাংলাদেশ শাখার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেয়ার এবং আগামী সভায় এ বিষয়ে অবহিত করার জন্য অনুরোধ করছি।
সভার সভাপতি ও সঞ্চালক হাকিকুল ইসলাম খোকন ও এবিএম সালেহউদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে সভাটি আগামী ৩১ শে মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত মুলতবি করেন।