আখি সীমা কাওসার, রোম, ইতালি: ‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার’ এই স্লোগানকে নিয়ে ৩১ মার্চ বিকাল ৫ টায় প্যারিসের অবারভিলিয়ার্স সোনার বাংলা (Paris -Aubervilliers- Sonar Bangla)- রেস্টুরেন্টে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘কানেক্ট বাংলাদেশ’ এর এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী লুৎফর রহমান মুহিম (সমন্বয়ক অর্থ, ফ্রান্স সমন্বয় কমিটি)।
আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ আফজাল হোসাইন, মাসুক মিয়া মামুন (ফ্রান্স-বাসদ সংগঠক), আজিজুর রহমান, মোহাম্মদ ইসমাইল মোল্লা (সমন্বয়ক সচিব-ফ্রান্স সমন্বয় কমিটি), কেন্দ্রীয় সমন্বয়ক শেখ সাদী রহমতউললা রুমু, জাফর আজাদী, মনসুর চৌধুরী প্রমুখ ।
এছাড়াও সুমন, সাহাব উদ্দিন, দিদারুল আলম সহ অনেকে আলোচনায় অংশ নেন। মুক্তিযোদ্দা ইসমাইল মোল্লা ও মুক্তিযুদ্ধ স্বচক্ষে অবলোকানকারী জনাব মোহাম্মদ আফজাল হোসাইন মুক্তিযোদ্ধের নানা ঘটনার বর্ণনা তুলে ধরেন। দেশের সর্বস্তরের জনতার সাহসী লড়াইয়ের ও বিজয় অর্জনের সন্ধিক্ষণের প্রত্যাশা সুন্দরভাবে ব্যক্ত করেন। তারা স্বাধীনতার বিভিন্ন ত্যাগের করুন চিত্র সকলের সামনে তুলে ধরেন।
অন্যান্য বক্তাগণও স্বাধীনতার লড়াইয়ে সকল শহীদের শ্রদ্বার সাথে স্বরণ করেন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, আমরা এখনও আমাদের দেশের স্বাধীনতার লড়াই শেষ করতে পারিনি। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।

তারা বলেন, একটি দেশ শুধুমাত্র ভৌগলিক স্বাধীনতা অর্জন করলে স্বাধীন হয় না। যতক্ষণ পর্যন্ত একটি দেশের মৌলিক মানবধিকার সমূহ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা না পায়, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা না পায়, সকল ধরণের বৈষম্য দূরীকরণে যথাযথ ব্যবস্থা গৃহীত না হয়, সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠা না পায়, দেশি ও বিদেশী সকল নিপীড়কদের সমূলে বিতাড়িত করা না হয়, একটি দেশপযোগী সর্বস্তরের জনগণের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, ইত্যাদি বাস্তবায়িত না হয়। এই দেশের ও জাতির স্বাধীনতা নিশ্চিত হয়েছে বলা অসম্ভব। এই সভায় একটি বিশেষ লিফলেট ছাড়া হয়। এতে অর্থবহ স্বাধীনতার তাৎপর্য্য তুলে ধরা হয়।