শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত:
কুয়েতের বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব আব্দুল লতিফ খানের কন্যা সামরিয়া লতিফ (লিরা) ২৪ জুলাই মঙ্গলবার কানাডার স্থানীয় সময় সকাল ৭টায় এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহী রাজিউন)।
কুয়েত দূতাবাসে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, কানাডার স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। সকালে নিজের হোন্ডা সিভিক গাড়িতে করে সহপাঠীর সাথে কানাডার ৫৯১ ক্যালেগরি এলাকা অতিক্রমের সময় গাড়ির নিয়ন্ত্রণ হারান সামিরা। সেখানে বিপরীতমুখী আরেকটি দ্রুতগামী গাড়ির সাথে তার গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সামিরা ও তার সহপাঠী মৃত্যু বরন করেন।
সামিরা ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করে ৪ বছর পূর্বে ‘ফ্যাসিলিটিজ মেইনটেইনেন্স এন্ড ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছিলেন। এ ঘটনায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটিতে শোকের ছায়া নেমেেএসেছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান সহ সকল কর্মকর্তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা সামিরার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।