হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ভয়ংকর দাবানলের জ্বলছে কানাডা। দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার ধোঁয়ায় আমেরিকা নাজেহাল। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে ১৫০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
দাবানলের ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। কয়েক হাজার কিলোমিটার দূরের আকাশও ধোঁয়ায় ভরে গেছে। সেই ধোঁয়া আমেরিকার একটা বড় অংশের উপর চলে গেছে। আমেরিকার বিভিন্ন জায়গায় বায়ুদূষণ অসম্ভব বেড়ে গেছে। বয়স্ক ও গুরুতর অসুস্থদের সাবধানে থাকতে বলা হয়েছে। গর্ভবতীদের সাবধান করে দেওয়া হয়েছে।
কিছুদিন ধরেই কানাডা থেকে দাবানলের ধোঁয়া আমেরিকা আসছিল। কিন্তু এখন কুইবেকে দাবানল থেকে যে ধোঁয়া ছড়াচ্ছে, তা খুবই ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া-সহ বিশাল এলাকায় ধোঁয়া ছড়িয়েছে। এখানে স্কুলগুলি অনলাইন ক্লাস শুরু করেছে। বৃহস্পতিবার আমেরিকায় দুই হাজার ছয়শ বিমান এই ধোঁয়ার জন্য দেরিতে ছেড়েছে আবার কিছু বাতিলও হয়েছে। নরওয়ের বিজ্ঞানীরা বলছেন, তাদের দেশেও এই ধোঁয়া আসতে পারে।
সংবাদসংস্থা রয়টার্স জানায়, দাবানল সাধারণত কানাডার পশ্চিমদিকে হয়। এবার হয়েছে পূর্বদিকে। নোভা স্কটিয়া, কুইবেক, অন্টারিওতে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে আমেরিকায় এত বিপুল পরিমাণ ধোঁয়া যাচ্ছে।
চলতি বছরে কানাডায় ৩৩ লাখ হেক্টর জমিতে গাছপালা দাবানলের ফলে পুড়ে ছাই হয়ে গেছে। এখন শুধু কুইবেকেই ১৬০টি দাবানল জ্বলছে। দশ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়েছে। আমেরিকা আগেই দাবানল নিয়ন্ত্রণ করার জন্য কানাডার পাশে দাঁড়িয়েছে। এবার দাঁড়ালো ইইউ।
ফ্রান্স, পর্তুগাল, স্পেন দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় সামিল হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, কানাডা আমাদের সাহায্য চেয়েছিল। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।