হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের প্রিমিয়াম সুইটসের কর্ণধারের ছোটভাইসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি ও প্রিমিয়াম সুইটসের অন্যতম কারিগর লিয়াকত হোসেন। অন্টারিও প্রাদেশিক পুলিশ জানায়, প্রাথমিকভাবে তদন্ত অনুযায়ী গাড়িটিতে তিনজন আরোহী ছিলেন। রাস্তার বাম দিকে সড়ক বিভাজকে ধাক্কা লাগার পরই গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।
মনিরুজ্জামান বিজয়কে আশঙ্কাজনক অবস্থায় সানিব্রুক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে, ২০২১ শুক্রবার তিনি মারা যান । ১৩ মে, ২০২১ এই দুর্ঘটনা ঘটে।