প্রবাস মেলা ডেস্ক: কানাডার টরন্টোয় ১৬০ যাত্রী নিয়ে পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বাণিজ্যিক ফ্লাইট। ফ্লাইটটি পৌঁছাতে সময় লেগেছে প্রায় ২০ ঘণ্টা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বাণিজ্যিক ফ্লাইট কানাডার টরন্টোর পিয়ারসন্স পৌঁছেছে। ২৭ জুলাই ২০২২, বুধবার কানাডার স্থানীয় সময় দুপুর ১টা ১৯ মিনিটে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটটি ১৬০ যাত্রী নিয়ে টরন্টো অবতরণ করে।
ঢাকা থেকে ২৭ জুলাই ২০২২, বুধবার ভোরে রওনা হয়েছিল বিমানটি। ইস্তাম্বুলে যাত্রাবিরতিসহ ঢাকা থেকে টরন্টো যেতে ফ্লাইটটির মোট সময় লেগেছে সাড়ে ১৯ ঘণ্টা। এর মধ্যে ফ্লাইটটি আকাশে ছিল ১৭ ঘণ্টা। তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে রিফুয়েলিংয়ের জন্য প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবিরতি নেয়। টরন্টো পৌঁছানোর পর যাত্রীদের স্বাগত জানান বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান। ঢাকা টরন্টো সরাসরি ফ্লাইট চালু হওয়ায় খুশি টরন্টো প্রবাসী বাংলাদেশিরা।
এ বছর ২৬ মার্চ দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা থেকে টরন্টোর উদ্দেশে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ।