আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন প্রবাস মেলা পত্রিকার সম্পাদক শরীফ মুহাম্মদ রাশেদ যুক্তরাষ্ট্র যাওয়ার পথে কাতারে যাত্রাবিরতি কালে, মতবিনিময় ও চা চক্রের আয়োজন করে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা।
১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহা নাজমা দাওয়াত মিষ্টি মেলা রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রবাস মেলা ও সময় টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এন টিভি কাতার প্রতিনিধি এ কে এম আমিনুল হক কাজল, আর টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশ, জি টিভি কাতার প্রতিনিধি এম এ সালাম, নিউজ২৪ টিভি কাতার প্রতিনিধি মামুনুর রশীদ, ডিবিসি নিউজ টিভি কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী, বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, দৈনিক আমাদের সময় কাতার প্রতিনিধি কাজী শামীম, এটিএন বাংলা টিভি কাতার প্রতিনিধি হারুনুর রশীদ মৃদা, জয়যাত্রা টেলিভিশন কাতার প্রতিনিধি মোশারফ হোসেন জনি, সংবাদ কর্মী মহিউদ্দিন চৌধুরী, সংবাদ কর্মী নুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও কাতার প্রবাসী কমিউনিটির নেতা শাহিনুর রশিদ বেগ, সেলিম রেজা, ইসমাইল ইমু, বাবু খান প্রমুখ।