কাতার কেমিক্যাল কম্পানি (QChem) অপারেশন কোর্ডিনেটর মোহাম্মদ রায়হান পত্রিকা পেয়ে বলেন বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অভিবাসী বাংলাদেশিদের সমস্যা-সম্ভাবনা, সুখ-দুঃখ, অনুষ্ঠান-আয়োজন প্রচারে নিরলস ভূমিকা পালন করে চলেছে প্রবাস মেলা। তিনি পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং পত্রিকার সম্পাদকসহ সকল কলাকুশীলদের আন্তরিক ধন্যবাদ জানান ৷ সাথে আছেন প্রবাস মেলা পত্রিকায় নিয়মিত লেখক, কাতার প্রবাসী আবু তাহের মিয়াজী।