আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস কাতার। পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড হায়াতে স্থানীয় সময় ২৬ মার্চ মঙ্গলবার রাত ৮ টায় অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম, পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসান, প্রথম সচিব ও দূতালয় প্রধান মাহবুব রহমান, ৩য় সচিব মনিরুজ্জামান চৌধুরী, ৩য় সচিব শাহ্ আলম, আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।

ভারত, পাকিস্তান, আলজেরিয়া, ওমান, আরব আমিরাত, শ্রীলংকা, লিবিয়া, জর্ডান, আমেরিকা, তিউনিশিয়া, সুদান, ইরাক, যুক্তরাজ্য, জাপান, চায়না, কোরিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, মিশর, থাইল্যান্ডের রাষ্ট্রদূত, নেপাল, কোরিয়া, ব্রাজিল, গ্রীস সহ ৭০টি দেশের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা অনুষ্ঠানে যোগদান করেন।
বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর রাষ্ট্রদূত আসুদ আহমেদ তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমতও ব্যক্ত করেন। এরপর কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ অনুষ্ঠানের অতিথিদেরকে সঙ্গে নিয়ে কেক কাটেন।

পরে রাষ্ট্রদূত অতিথিদের সাথে কৌশল বিনিময় করেন এবং নৈশভোজে আমন্ত্রন জানান।
কাতারস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।