আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবার কাতার। ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহা সারে আসমা ঘরোয়া রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শুয়াইব আহমদ সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহীম হাকিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক শিপার আহমদ শিমু যৌথ পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামীলীগ নেতা কপিল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ আনা মিয়া, মখলিছুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী বাবু, আবু তাহের চৌধুরী, আবিদুর রহমান ফারুক, মালেক আহমদ, মামুন আহমদ নুর, জোবায়ের খাঁন, বেলাল উদ্দিন, যুবলীগ নেতা সামসুল ইসলাম, জাতীয় পার্টি কাতার শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন প্রমূখ।

সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাবিবুল ইসলাম এনাম, সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, দিপক মল্লিক, বদরুল ইসলাম মিসবাহ, মাহমুদ চৌধুরী, আবু সাইদ চৌধুরী লিপু, সোহেল আহমদ, জোবায়ের হোসাইন জাইন, জয়নাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সুয়েবুর রহমান সহ অনেকে। বক্তারা বলেন, নিজের মায়ের ভাষা রক্ষা করতে ভাষা সৈনিকরা জীবন দিয়েছে। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনৈতিক চাকা শক্তিশালী করতে যুদ্ধ করে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে, শেখ হাসিনার ভিশন বাস্তবায়ণে প্রবাসের মাটিতে তরুণ প্রজন্ম কাজ করে যাচ্ছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নোমান দেলওয়ার, আবদুল আহাদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ জুয়েল খাঁন, সহ অর্থ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সজীব ঘোষ, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবের চৌধুরী, সহ সম্পাদক আলী আশরাফ তারা, সাব্বির আহমদ, কাউছার আহমদ সুয়েদুজ্জামান সুয়েদ, শেখ মাসুম আহমদ, মাহবুবুর রহমান সহ অনেকে।
অনুষ্ঠান শেষে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও বাংলাদেশ সড়ক দূর্ঘটনায় আহত সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম ইসহাক লিমন শাহ এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।