আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যৌথ ভাবে আওয়ামীলীগ কাতার শাখা, জাতীয় শ্রমিক লীগ কাতার শাখা, কাতার বঙ্গবন্ধু সৌনিক লীগ কাতার শাখা, নবীন লীগ কাতার শাখা।
সম্প্রতি কাতারের রাজধানী দোহা জেদিদ ঢাকা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সফিকুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল আলমের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার রেজাউল হাসান।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম, সহ সভাপতি আনা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠিন সম্পাদক শাহ আলম খান, সাংগঠিন সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, দপ্তর সম্পাদক শরীফ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ সভাপতি তাজুল ওয়াহিদ, কাতার বঙ্গবন্ধু সৌনিক লীগ সভাপতি মাহফুজুর রহমান, নবীন লীগ সভাপতি আলী আশরাফ, যুবলীগ সিনিয়র সদস্য আতিকুল মাওলা মিঠূ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন আক্তার ফারুক।