আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: সংগ্রাম, বিদ্রোহ আর গৌরবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আওয়ামী যুবলীগ কাতার শাখা।
স্থানীয় সময় শুক্রবার ১৬ নভেম্বর রাতে কাতারের রাজধানী দোহা নাজমা হৈচৈ রেস্টুরেন্টে এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল।
সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি নাছির উদ্দিন, সহ সভাপতি আলাউদ্দিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবের হোসেন, সিনিয়র সদস্য আতিকুল মাওলা মিঠু, দোহা মহানগরের সিনিয়র সহ সভাপতি এ কে এম আজাদ, কাতার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনহার আনু সহ আরো অনেকে ।
সভায় বক্তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাস থেকে প্রচার প্রচারণার প্রসার ঘটিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে। আবারও বাংলাদেশকে উন্নয়নশীলদেশ করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের জন্য কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে রুখে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আবারও সরকার গঠন করবে।