দোহা, কাতার থেকে: কাতারে কর্মরত বিদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় বিশেষ করে এক্সিট ভিসা বিলুপ্তি, শ্রমিকদের সহায়তা তহবিল গঠন এবং যৌথ শ্রমিক কমিটি গঠনসহ গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) পরিচালনা পরিষদ।
৬ নভেম্বর মঙ্গলবার দোহা’য় আইএলও প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অধিবেশনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও গিগাবাইট) গভর্নিং বডি, বহির্মুখী শ্রমিকদের অধিকারের প্রচার ও সুরক্ষা করার চলমান প্রচেষ্টার অংশ হিসাবে কাতার সরকারের পরিচালিত গুরুত্বপূর্ণ অর্জন এবং আইনী সংস্কার পর্যালোচনা করে সংস্থাটির পক্ষ থেকে চলমান উদ্যোগের প্রশংসা করা হয়।
অধিবেশনে মজুরি সুরক্ষা ব্যবস্থা ও পরিকল্পনা উন্নয়ন, শ্রম পরিদর্শকদের প্রশিক্ষণ, মানবপাচার প্রতিরোধ, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো, চুক্তি ব্যবস্থা এবং অভিযোগ প্রক্রিয়াকে আরও জোরদার করা সংক্রান্ত বিষয়গুলোতে আইএলও’কে কাতারের সহযোগিতা করার কথাও তুলে ধরা হয়।
অধিবেশনে মজুরি সুরক্ষা ব্যবস্থা প্রচার, শ্রম ইন্সপেক্টরদের জন্য পরিকল্পনা ও প্রশিক্ষণ উন্নয়ন, মানব পাচার প্রতিরোধ, নিয়োগ প্রক্রিয়া, চুক্তি ব্যবস্থা এবং অভিযোগ প্রক্রিয়া শক্তিশালীকরণের ব্যবস্থা জোরদার করা সহ প্রভৃতি বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে কাতারকে সহযোগিতার কথা বলা হয়।
এসময় আইএলও’র পরিচালনা পরিষদ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর এমপ্লোয়ার্স (আইওই), ইন্টারন্যাশনাল ফেডারেশন অব বিল্ডিং অ্যান্ড উই ওয়ার্কার্স’ (বিডব্লিউআই) এবং ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন (আইটিএফ) গঠনমূলক সহযোগিতা করা জন্য কাতারকে স্বাগত জানায় ।
এ সময় কাতারের শ্রম বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর মোহাম্মদ হাসান আল ওবায়দলি কর্মক্ষেত্রে সকল পক্ষের জন্য উপকারী এবং উৎপাদন মেনে চলার জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার জন্য কাতারের সহযোগিতা ও আকাঙ্ক্ষার উপর জোর দেন।
তিনি বলেন, কাতার আন্তর্জাতিক শ্রম মান ও সকল অংশীদারদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।