আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টায় কাতারের রাজধানী দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে প্রাঙ্গণে বাংলাদেশের সঙ্গে মিল রেখে একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। পরে রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও ৩য় সচিব মনিরুজ্জামান চৌধুরীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ৭১ সালে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বাণী পাঠ করেন শুনান যথাক্রমে শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম, পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসান, প্রথম সচিব ও দূতালয় প্রধান মাহবুব রহমান, ৩য় সচিব শাহ্ আলম প্রমুখ।
রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের প্রথম ধাপ অতিক্রম করেছে, উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি লাভ করেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে দৃঢ় করতে সক্ষম হয়েছে, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় কাতার প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে আহ্বান জানান।