আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতার প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় রকমারি মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবারের স্বাদ দিতে বাংলাদেশি মালিকানাধীন ঘরোয়া রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।
২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহা সারে আসমাক এরিয়াতে এই রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বেলায়েত হোসেন আরজু।
এই সময় আরো উপস্থিত ছিলেন এইচ.এম. ইব্রাহিম, গোলাম সারোয়ার মিশু, মোঃ আলাউদ্দিন সহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত শেষে রেস্টুরেন্টের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।