আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন ‘সানজিদা সুপার মার্কেট’ উদ্বোধন করা হয়েছে। ৯ জানুয়ারি স্থানীয় সময় বুধবার কাতারের রাজধানী দোহা আল মুনসুরা অ্যাপোলো হসপিটাল দুই বন্ধু মোবারক আলী রেস্টুরেন্টের পাশে এই সুপার মার্কেট উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মীর আবুল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দুই বন্ধু রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিল্লাল খান, মীর সাইদ হোসেন, এস কে সালমান, খন্দকার উজ্জল প্রমুখ।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মীর আবুল হোসেন বলেন, বাংলাদেশি উদ্যোক্তারা এগিয়ে আসলে কাতারে আরো বেশি বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে, কাতারে বাংলাদেশি উদ্যোক্তা যত বেশি সৃষ্টি হবে বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য নিয়ে তত বেশি এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, কাতার প্রবাসী শ্রমজীবী বাংলাদেশিদের আস্থার স্থল বিনির্মাণের লক্ষে সহজ ও সুলভ মূল্যে নানামুখি মানবিক সেবা ও ভোগ্যপণ্য সামগ্রী দেওয়ার প্রত্যয় আমরা যাত্রা শুরু করেছি।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।