আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধিঃ কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল নারী সমাচার, পিঠা উৎসব ও মিলনমেলা। প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে কাজ করেন মিলনমেলায় উপস্থিত অধিকাংশ নারী।
কাতারের আল ওয়াকরা ফ্যামিলি বিচে ১৪ নভেম্বর, ২০২০ স্থানীয় সময় শনিবার বিকেলে অনুষ্ঠিত হল প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে নারী সমাচার, পিঠা উৎসব ও নারীদের মিলনমেলা। এইরকম আয়োজনের মাধ্যমে একে অন্যের সাথে পরিচিত হয়ে ব্যবসায়িক কাজে লাগাতে চান প্রবাসী এইসব নারী উদ্যোক্তারা। তারা জানান অনুষ্ঠানে আসতে পেরে অনেক আনন্দিত।

কাতারে বসবাসরত বাংলাদেশি নারীদের নিয়ে আনন্দ উৎসব করার মাধ্যমে পরিচিত হয়ে ব্যবসায়িকভাবে কাজে লাগাতে চান উৎসবের আয়োজক নারী উদ্যোক্তা।
কাতার প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তা সৈয়দা উম্মে সালমা বলেন, যারা বাসা থেকে খাবার তৈরি করে ব্যবসা করছেন তারা এখানে একত্রিত হয়েছি। খুবই হাইজিনিক ভাবে খাবার তৈরি করা হচ্ছে। পিঠা উৎসবের মাধ্যমে একে অন্যের সাথে পরিচিত হচ্ছেন।
কাতারে ব্যবসাবাণিজ্য ও সরকারি বেসরকারি উঁচু পদে থাকা প্রবাসীদের প্রায় ১০ হাজারের বেশি পরিবার কাতারে বসবাস করেন। বসবাসরত নারীদের অনেকে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন বিভিন্ন সেক্টরে।