আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন এই প্রথম ২৪ ঘন্টার দোহার হাইপার মার্কেট উদ্বোধন করা হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার কাতার মদিনা মোড়া এরিয়াতে ফিতা কেটে এই হাইপার মার্কেটের উদ্বোধন করেন কাতারি স্পন্সর আলী রাশিদ ফেহাইদা ও দোহার হাইপার মার্কেটের স্বত্বাধিকারী মহি উদ্দিন। দোহার হাইপার মার্কেটের স্বত্বাধিকারী মহি উদ্দিন বলেন, কাতার প্রবাসী শ্রমজীবী বাংলাদেশিদের আস্থার স্থল বিনির্মাণের লক্ষে সহজ ও সুলভ মূল্যে নানামুখি মানবিক সেবা ও ভোগ্যপণ্য সামগ্রি দেওয়ার প্রত্যয় আমরা যাত্রা শুরু করেছি।
তিনি আরো বলেন, এই দোহার হাইপার মার্কেটে ৩০ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করেছি, কাতারে বাংলাদেশি উদ্যোক্তা সৃষ্টি হলে বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য নিয়ে আরো এগিয়ে যাবে।