আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: মুক্তিযোদ্ধের বিজয় বীর বাঙালীর অহংকার বাংলাদেশের ৪৭তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখা।
২৭ ডিসেম্বর স্থানীয় সময় বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহা-নাজমা রমনা রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এস এম ফরিদুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আনোয়ার শাহ্ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন নবী, সহ-সভাপতি মীর মোসারফ হোসেন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন নাসের, সহ-সভাপতি শহিদ উল্লাহ্ হায়দার সহ আওয়ামী লীগ, যুবলীগ নেতা কর্মীরা ।
বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় গত দশ বছরে কাতারে চার লাখ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে, বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে দেশে থাকা কাতার প্রবাসিদের পরিবারকে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবার নৌকায় ভোট দিয়ে বিজয় করতে আহ্বান জানান প্রবাসী নেতারা।