আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ আগস্ট) কাতারের রাজধানী দোহা-নাজমা রমনা রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এস এম ফরিদুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফছার বাবুলের পরিচালনায়। সভায় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন নবী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার শাহ্, সহ-সভাপতি শহিদ উল্লাহ্ হায়দার, সহ-সভাপতি মুসলেম উদ্দিন, সহ-সভাপতি মীর মোসারফ হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ৭১ এর এর পরাজিত শত্রুরা ১৫ আগস্টের বর্বরতা গঠিয়ে ছিল, একি পরাজিত শত্রুরা ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে একটি দেশের প্রধান রাজনৈতিক দলের মূল নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগস্ট গ্রেনেড হামলা নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।