আনোয়ার হোসেন মামুন, দোহা কাতার প্রতিনিধি: জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার শেষে দেশে ফেরার পথে কাতারে যাত্রা বিরতিতে বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপিকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় দোহা অরেক্স রোটনা হোটেলে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান কাতার আওয়ামীলীগের উপদেষ্টা ও পরিবেশ মন্ত্রীর ছোট ভাই মোঃ কপিল উদ্দিন, দোহা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ মালেক, সহ-সভাপতি মোঃ বদরুল ইসলাম, কাতার লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্ছু, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ সালাম, আঞ্জুমানে আল ইসলাহ দোহা মহানগরের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব নাজিম, নবীন লীগের সভাপতি আলী আশরাফ প্রমুখ।