আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে ধূমকেতু সংবাদ সংগঠনের আয়োজনে কর্মব্যস্ততার ফাঁকে প্রবাসী শ্রমিকদের মাঝে বিনোদন দিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ।
স্থানীয় সময় ৮ সেপ্টেম্বর শনিবার রাতে আল সেলিয়া বাংলা বাজার এরিয়াতে একটি হল রুমে এই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাকিফ উল ইসলামের সভাপতিত্বে ও নুরুল ইসলামের পরিচালনায়।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নাজিম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ তৌহিদ প্রমুখ। বক্তারা বলেন, এই সংগঠনের উদ্দেশ্য কাতারে বসবাসরত প্রবাসী শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করা শ্রমিকদের বিপদে আপদে পাশে থাকা।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক গান পরিবেশন করেন কাতারের স্থানীয় শিল্পীরা।