আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: ১৯ মে রবিবার কাতারে চাঁদপুর সমিতির উদ্যোগে কাতারের দোহা সবচেয়ে বর্ণাঢ্য ও সর্ববৃহৎ হল ফানার মিলনায়তনে ইফতার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রবাসী বাংলাদেশীরা নির্ধারিত সময়ের পূর্বেই কর্মব্যস্ত লোকগুলো সকল কাজ আনজাম দিয়ে অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আসনগুলো কানায় কানায় ভরে উঠে ফানার মিলনায়তন।
উপস্থিতিরা বসার চেয়ার না পেয়ে বহু সংখ্যক প্রবাসী প্লোরে বাহিরে বসে পড়তে বাধ্য হয়। মহিলাদের এরিয়াটায় ও উপচে পড়া উপস্থিতি ছিলো। এমনকি ফানারের সামনের পার্কিং বা বাহিরের বারান্দায় ঠাসিয়ে ছিলো জনস্রোত।
অনুষ্ঠানে যোগ দিতে আসা অনেকে বসার/দাঁড়ানোর স্থান না পেয়ে চলে গেছেন ভারাক্রান্ত মন নিয়ে। শিশু, কিশোর যুবক, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের পুরুষ-মহিলা যোগদান করে অনুষ্ঠানে।
এই উৎসবমুখর পরিবেশে যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলো তখন একে অপরের হৃদয়ের উষ্ণতা দেখ মনে হলো দূর প্রবাসে এ যেন একখণ্ড বাংলাদেশ।

সভাপতিত্ব করেন চাঁদপুর সমিতির সভাপতি মোঃ মানিক হোসেন, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ শাহজাহান, সিআইপি জালাল আহমেদ, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক ওমর শরীফ টিটু, সাংগঠনিক সম্পাদক ই এম আকাশ, বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল গাজী, জসিম উদ্দিন, শরিয়ত উল্লাহ সবুজ, মাওলানা ইউসুফ নূর, বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ আলেম ওলামায়েরা।

মাওঃ মিজানুর রহমান আজহারী বয়ানে বলেন, সিয়াম সাধনার এই মাস হলো মুসলমানদের ইবাদতের প্রশিক্ষণের মাস, আমাদের প্রশিক্ষণ নিতে হবে আল্লার দেয়া কিতাব পবিত্র কুরআন থেকে, রাসূল (সা:)এর হাদিস থেকে। সময় সাধনার এই মাসে সংযম আর আত্মশুদ্ধির মধ্য দিয়ে যাবতীয় ভোগ বিলাস, অন্যায়, অপরাধ, হিংসা, বিদ্বেষ, সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে বয়ে নিয়ে আসবে সকলের মাঝে শান্তির বার্তা এমনটাই প্রত্যাশা করেন।
ইফতার পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলমানদের মঙ্গল ও প্রবাসীদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওঃ ডক্টর মিজানুর রহমান আজহারী।