আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ কাতার শাখা। স্থানীয় সময় ৩ নভেম্বর শনিবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা হৈচৈ রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন সহ অনেকে।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যারা হত্যা করেছে তারাই ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছে।
বক্তারা আরো বলেন, জাতীয় সুবিধাবাদী ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনরা ষড়যন্ত্র করে আগামী নির্বাচন ঠেকাতে পারবে না, দেশে-বিদেশে ষড়যন্ত্র করে লাভ নাই অতীতের মতো ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।